অ্যাড একাউন্ট নেয়ার সময় অবশ্যই আমাদের রুলস গুলো দেখে নিন। সেই সাথে নিরাপদে অ্যাড রান করুনঃ
১. অ্যাড একাউন্ট যেই ক্যাটাগরি এর নিবেন অবশ্যই সেই কেটাগরি এর অ্যাড চালাতে হবে এর বাহিরে চালালে ফেসবুক ডিজাবেল করে দেবে।
২. হারবাল, ব্যাটিং, বা এডাল্ট অ্যাড এর জন্য আমাদের স্পেসাল অ্যাড একাউন্ট নিতে হবে, নরমাল/ভেরিফ্যাই অ্যাড একাউন্ট দিয়ে অ্যাড চালানো যাবে না।
৩. অনেক বেশি পেজ অ্যাড রান এর ক্ষেত্রে সেম ক্যাটাগরি যেমন কাপর এর ১০ টি পেজ এর অ্যাড একই অ্যাড একাউন্ট দিয়ে দিতে পারবেন। অন্য বেশি ক্যাটাগরি হলে আমাদের কাছে আরো অ্যাড একাউন্ট নিতে পারবেন।
৪. উপরের কোন রুলস না মানলে এবং অ্যাড একাউন্ট ডিজাবেল হলে অ্যাড একাউন্ট এর ফি ১৫০০ টাকা আপনাকে দিতে হবে।
৫. আপনার অ্যাড একাউন্ট ডিজাবেল হলে, সেই ফান্ড ৩ থেকে ৭ দিন (মাঝে মাঝে বেশি সময় লাগতে পারে) ।