Ad Account Rules
নরমাল এবং ভেরিফাইড বিজনেস অ্যাড অ্যাকাউন্টের নিয়ম গুলি জেনে নিনঃ
- আমাদের অ্যাড একাউন্ট দিয়ে কোন ভাবেই ফেসবুক সাপোর্ট করে না এরকম প্রোডাক্ট বা সার্ভিস এর বুস্ট করা যাবে না।
- কোন প্রকার বেআইনি অ্যাড যেমন - ব্যাটিং, লটারি, হারবাল, হালুয়া বা ১৮+ প্রডাক্ট/সেক্সুয়াল প্রোডাক্ট, জিন ভুত, গনক, ড্রাগস, আর্মস, মাফিয়া, Dating, Casino Offer Promote, জব প্রমোট, মেডিসিন এই ধরনের পোস্ট বুস্ট করা যাবে না।
- বেআইনি অ্যাড রান করে আপনার অ্যাড একাউন্ট ডিজাবেল হলে ১৫০০ টাকা অ্যাড একাউন্ট এর জন্য চার্জ প্রযোজ্য হবে।
- অ্যাড অ্যাকাউন্ট অর্ডার করার সময় যে অ্যাড ক্যাটাগরি সিলেট করেছিলেন অ্যাড ক্যাটাগরিতে অ্যাড রান করতে হবে, আপনি যদি অন্য ক্যাটাগরিতে অ্যাড রান করতে চান তাহলে অবশ্যই আমাদেরকে জানাতে হবে।
- আপনি যে ক্যাটাগরিতে অ্যাড রান করার জন্য একাউন্ট নিয়েছেন ওই ক্যাটাগরিতে অ্যাড রান না করে যদি নিজে নিজে অন্য ক্যাটাগরিতে অ্যাড রান করেন। এবং অ্যাড একাউন্ট ডিজাবেল হলে ১৫০০ টাকা অ্যাড একাউন্ট এর জন্য চার্জ প্রযোজ্য হবে।
- আমাদের অ্যাড অ্যাকাউন্ট নেওয়ার আগে আপনার যদি পেজ অথবা ফেসবুক আইডি তে কোন ডিউ থাকে অথবা অন্য কোন এজেন্সি দিয়ে অ্যাড রান করছেন এবং ডিউ আসে আপনার পেজের। এই সব সমস্যা থাকলে আমাদেরকে আগে জানাতে হবে। আমাদেরকে না জানিয়ে অ্যাড রান করে অ্যাড অ্যাকাউন্ট ডিজাবেল করলে ১৫০০ টাকা কর্তন করা হবে।
- আমাদের অ্যাড অ্যাকাউন্ট নিলে আপনাকে অবশ্যই মাসে ৫০ ডলার ব্যাবহার করতে হবে। মাসে যদি আপনি ৫০ ডলারের কম ব্যাবহার করেন তাহলে ৫০০ টাকা ফী কেটে নেওয়া হবে।
- কোন অ্যাড অ্যাকাউন্টে যদি পর পর ২ মাস ইনঅ্যাক্টিভ থাকে অথবা কোন ডলার ব্যাবহার না হয়। তা হলে ওই অ্যাকাউন্টে অ্যাক্সেস এবং সকল ডাটা রিমুভ করে দেওয়া হবে। এবং অ্যাকাউন্টে ডলার থাকলে ইনঅ্যাক্টিভের জন্য প্রতি মাস ৫০০ টাকা করে কেটে নেওয়া হবে।
- তবে কেউ যদি কোন ক্লাইন্ট আমাদেরকে জানিয়ে রাখে যে, অ্যাড অ্যাকাউন্টটি ১-২ মাস ব্যাবহার করতে পারবে না। অবশ্যই কারন জানতে হবে কেন ব্যাবহার করতে পারবে না। তা হলে ওনার অ্যাকাউন্টে জন্য কোন ফী কাটা হবে না।
- কোন অ্যাড রিজেক্ট হলে অবশ্যই সেটা রিমুভ করে নুতুন করে অন্য অ্যাড রান করবেন।
- বেশি অ্যাড রিজেক্ট করা যাবে না, বেশি রিজেক্ট করলে অ্যাড অ্যাকাউন্ট ডিজাবেল হয়ে যাবে।
- আপনার ব্যবহৃত অ্যাড অ্যাকাউন্টে স্পেন্ডিং লিমিট নেওয়ার জন্য অবশ্যই পেমেন্টের স্ক্রিনশটের সাথে অ্যাড অ্যাকাউন্টের সঠিক নাম প্রদান করবেন। যদি আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টের নাম নিশ্চিতভাবে প্রদান করতে না পারেন, সেক্ষেত্রে আমাদের পেইজ বা টিম থেকে অ্যাড অ্যাকাউন্টের নাম আপনাকে সরবরাহ করা হবে। আপনার নিশ্চিতকরণের পরেই স্পেন্ডিং লিমিট অ্যাপ্লাই করা হবে।
- যদি আপনার নিশ্চিতকরণের পর অন্য কোনো অ্যাড অ্যাকাউন্টে স্পেন্ডিং লিমিট যুক্ত হয়ে যায়, সেক্ষেত্রে সেই অ্যাকাউন্টের ব্যবহারকারী গ্রাহকের কাছ থেকে পেমেন্ট পাওয়া বা স্পেন্ডিং লিমিট সমন্বয় না হওয়া পর্যন্ত আপনাকে সময় দিয়ে সহযোগিতা করতে হবে।
- তাই, স্পেন্ডিং লিমিট বা টপ-আপ নেওয়ার সময় অবশ্যই আপনার অ্যাড অ্যাকাউন্টের নাম যাচাই করে নিশ্চিত হওয়ার পরেই টপ-আপ করুন।
- আমাদের থেকে নরমাল এবং ভেরিফাইড বিজনেস অ্যাড অ্যাকাউন্ট নিতে গেলে আপনাকে অবশ্যই সকল নিয়ম নিয়ম মানা জরুরি।
স্পেশাল ভেরিফাইড বিজনেস অ্যাড অ্যাকাউন্টের নিয়ম গুলি জেনে নিনঃ
- স্পেশাল ভেরিফাইড অ্যাড অ্যাকাউন্টের জন্য ১০০ ডলার মাসে ব্যাবহার করতে হবে।
- এই অ্যাড অ্যাকাউন্টে দিয়ে আপনারা হালুয়া বা ১৮+ প্রডাক্ট, জব প্রমোট, মেডিসিন, হারবাল প্রোডাক্টের অ্যাড রান করতে পারবেন।
- ব্যাটিং, লটারি, জিন - ভুত, গনক, ড্রাগস, আর্মস, মাফিয়া, Dating, Casino Offer Promote এই ধরনের পোস্ট বুস্ট করা যাবে না। যদি এই রকম অ্যাড রান করেন এবং অ্যাড একাউন্ট ডিজাবেল হয়। তাহলে ১৫০০ টাকা অ্যাড একাউন্ট এর জন্য চার্জ প্রযোজ্য হবে।
- আমাদের অ্যাড অ্যাকাউন্ট নেওয়ার আগে আপনার যদি পেজ অথবা ফেসবুক আইডি তে কোন ডিউ থাকে অথবা অন্য কোন এজেন্সি দিয়ে অ্যাড রান করছেন এবং ডিউ আসে আপনার পেজের। এই সব সমস্যা থাকলে আমাদেরকে আগে জানাতে হবে। আমাদেরকে না জানিয়ে অ্যাড রান করে অ্যাড অ্যাকাউন্ট ডিজাবেল করলে ১৫০০ টাকা কর্তন করা হবে।
- আমাদের অ্যাড অ্যাকাউন্ট নিলে আপনাকে অবশ্যই মাসে ১০০ ডলার ব্যাবহার করতে হবে। মাসে যদি আপনি ১০০ ডলারের কম ব্যাবহার করেন তাহলে ৫০০ টাকা ফী কেটে নেওয়া হবে।
- কোন অ্যাড অ্যাকাউন্টে যদি পর পর ২ মাস ইনঅ্যাক্টিভ থাকে অথবা কোন ডলার ব্যাবহার না হয়। তা হলে ওই অ্যাকাউন্টে অ্যাক্সেস এবং সকল ডাটা রিমুভ করে দেওয়া হবে। এবং অ্যাকাউন্টে ডলার থাকলে ইনঅ্যাক্টিভের জন্য প্রতি মাস ৫০০ টাকা করে কেটে নেওয়া হবে।
- তবে কেউ যদি কোন ক্লাইন্ট আমাদেরকে জানিয়ে রাখে যে, অ্যাড অ্যাকাউন্টটি ১-২ মাস ব্যাবহার করতে পারবে না। অবশ্যই কারন জানতে হবে কেন ব্যাবহার করতে পারবে না। তা হলে ওনার অ্যাকাউন্টে জন্য কোন ফী কাটা হবে না।
- পোস্ট বুস্ট করার সময় অবশ্যই স্পেশাল অ্যাড কেটাগরি থেকে অ্যাড রান করতে হবে।
- স্পেশাল অ্যাড কেটাগরি সিলেক্ট না করে অ্যাড রান করলে কোন প্রকার সমস্যা হলে এর দায় কাস্টমারকে নিতে হবে এবং কোন প্রকার ডলার রিফান্ড বা ব্যাক পাবে না।
- স্পেশাল অ্যাড ক্যাটাগরি থেকে অ্যাড রান করেও যদি সমস্যা হয় তাহলে খুব তারাতারি আমরা সমস্যা সমাধান করে দিব।
- কোন অ্যাড রিজেক্ট হলে অবশ্যই সেটা রিমুভ করে নুতুন করে অন্য অ্যাড রান করবেন।
- আমাদের থেকে স্পেশাল ভেরিফাইড বিজনেস অ্যাড অ্যাকাউন্ট নিতে গেলে আপনাকে অবশ্যই সকল নিয়ম নিয়ম মানা জরুরি।
- আপনার ব্যবহৃত অ্যাড অ্যাকাউন্টে স্পেন্ডিং লিমিট নেওয়ার জন্য অবশ্যই পেমেন্টের স্ক্রিনশটের সাথে অ্যাড অ্যাকাউন্টের সঠিক নাম প্রদান করবেন। যদি আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টের নাম নিশ্চিতভাবে প্রদান করতে না পারেন, সেক্ষেত্রে আমাদের পেইজ বা টিম থেকে অ্যাড অ্যাকাউন্টের নাম আপনাকে সরবরাহ করা হবে। আপনার নিশ্চিতকরণের পরেই স্পেন্ডিং লিমিট অ্যাপ্লাই করা হবে।
- যদি আপনার নিশ্চিতকরণের পর অন্য কোনো অ্যাড অ্যাকাউন্টে স্পেন্ডিং লিমিট যুক্ত হয়ে যায়, সেক্ষেত্রে সেই অ্যাকাউন্টের ব্যবহারকারী গ্রাহকের কাছ থেকে পেমেন্ট পাওয়া বা স্পেন্ডিং লিমিট সমন্বয় না হওয়া পর্যন্ত আপনাকে সময় দিয়ে সহযোগিতা করতে হবে।
- তাই, স্পেন্ডিং লিমিট বা টপ-আপ নেওয়ার সময় অবশ্যই আপনার অ্যাড অ্যাকাউন্টের নাম যাচাই করে নিশ্চিত হওয়ার পরেই টপ-আপ করুন।
- স্পেশাল অ্যাড কেটাগরি সিলেক্ট না করে অ্যাড রান করলে কোন প্রকার সমস্যা হলে এর দায় কাস্টমারকে নিতে হবে এবং কোন প্রকার ডলার রিফান্ড বা ব্যাক পাবে না।
গুগল অ্যাড অ্যাকাউন্টের নিয়ম গুলি জেনে নিনঃ
- গুগল অ্যাড অ্যাকাউন্টে আপনাকে মাসে ৫০০ ডলার ব্যাবহার করতে হবে।
- ন্যূনতম টপ আপ ১০০ ডলার করতে হবে। কোন ভাবেই ১০০ ডলারের কম টপ আপ করা হবে না।
- টপ আপের ৮০-৮৫% ডলার ব্যাবহার হয়ে গেলে আমাদের সাপোর্ট থেকে আপনাকে কল করা হবে। সাপোর্ট থেকে কল পাওয়ার ১-৫ ঘণ্টার মধ্যে আপানকে টপ আপ করে নিতে হবে। যদি টপ আপ না করেন তা হলে আপনাদের সব ক্যাম্পেন স্টপ করে দেওয়া হবে। এবং আপনার অ্যাকাউন্টে যে ডলার থাকবে তা রিফান্ড করে দেওয়া হবে।
- আপনার অ্যাকাউন্ট যদি একবার আমরা রিমুভ করে দেই। তা হলে কোন ভাবে রিমুভ অ্যাকাউন্ট অথবা কোন নতুন অ্যাকাউন্ট দেওয়া হবে না।
- আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্ট নিলে আপনাকে অবশ্যই মাসে ৫০০ ডলার ব্যাবহার করতে হবে। মাসে যদি আপনি ৫০০ ডলারের কম ব্যাবহার করেন তাহলে ২০০০ টাকা ফী কেটে নেওয়া হবে।
- কোন অ্যাড অ্যাকাউন্টে যদি পর পর ২ মাস ইনঅ্যাক্টিভ থাকে অথবা কোন ডলার ব্যাবহার না হয়। তা হলে ওই অ্যাকাউন্টে অ্যাক্সেস এবং সকল ডাটা রিমুভ করে দেওয়া হবে। এবং অ্যাকাউন্টে ডলার থাকলে ইনঅ্যাক্টিভের জন্য প্রতি মাস ২০০০ টাকা করে কেটে নেওয়া হবে।
- তবে কেউ যদি কোন ক্লাইন্ট আমাদেরকে জানিয়ে রাখে যে, অ্যাড অ্যাকাউন্টটি ১-২ মাস ব্যাবহার করতে পারবে না। অবশ্যই কারন জানতে হবে কেন ব্যাবহার করতে পারবে না। তা হলে ওনার অ্যাকাউন্টে জন্য কোন ফী কাটা হবে না।
- আমাদের অ্যাড একাউন্ট দিয়ে কোন ভাবেই গুগল সাপোর্ট করে না এরকম প্রোডাক্ট বা সার্ভিস এর অ্যাড রান করা যাবে না।
- কোন প্রকার বেআইনি অ্যাড যেমন - ব্যাটিং, লটারি, হারবাল, হালুয়া বা ১৮+ প্রডাক্ট/সেক্সুয়াল প্রোডাক্ট, জিন ভুত, গনক, ড্রাগস, আর্মস, মাফিয়া, Dating, Casino Offer Promote, জব প্রমোট, মেডিসিন এই ধরনের পোস্টের অ্যাড রান করা যাবে না।
- বেআইনি অ্যাড রান করে আপনার অ্যাড একাউন্ট ডিজাবেল হলে ২৫০০ টাকা অ্যাড একাউন্ট এর জন্য চার্জ প্রযোজ্য হবে।
- বিল অপশনের কোন কিছু রিমুভ করা হবে না।
- আমাদের থেকে গুগল অ্যাড অ্যাকাউন্টে নিতে গেলে আপনাকে অবশ্যই সকল নিয়ম নিয়ম মানা জরুরি।